বাংলারজমিন
সারা দেশে ইসি’র ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত
বাংলারজমিন ডেস্ক
১৪ মার্চ ২০২৫, শুক্রবার
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল সারা দেশে তারা কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
লালমোহন
লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেলের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা নির্বাচন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পিরোজপুর
পিরোজপুর প্রতিনিধি জানান, এনআইডি সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে পিরোজপুর স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পালিত হয়। এ সময় তারা নির্বাচন অফিসের সকল সেবা কার্যক্রম বন্ধ রাখে এবং মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, জাতীয় পরিচয়পত্রের সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনার প্রতিবাদে মানিকগঞ্জে কর্মবিরতি পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ নির্বাচন অফিস কার্যালয়ের সামনে ২ ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালিত হয়। এ সময় এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। কর্মবিরতিতে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিমুদ্দিন, অতিরিক্ত জেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম ও নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদিরসহ নির্বাচনের অফিসের অন্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর
ফরিদপুর প্রতিনিধি জানান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবি নিয়ে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কোট চত্বরে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মো. রবিউল আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস প্রমুখ।
লালমনিরহাট
লালমনিরহাট প্রতিনিধি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার অ্যাসোসিয়েশন ও লালমনিহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধনে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুল হান্নানসহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি করে মানববন্ধন অবস্থার কর্মসূচি পালন করে।
তারাকান্দা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুম্পা সরকার, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় উপজেলা নির্বাচন অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনার বিরুদ্ধে উক্ত কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল। এ সময় উপজেলা নির্বাচন অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
হোসেনপুর
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিস। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ উসমান গনি, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম, ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ গোলাম ছবুর, নাজমা আক্তার, আইডিইএ ২ প্রকল্পের কর্মচারী জুন্নুন আহমেদ। বক্তারা জাতীয় পরিচয় পত্রের যাবতীয় সেবা বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে থাকা নিরাপদ মনে করেন।
নওগাঁ
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব। এ সময় বক্তব্য রাখেন- সদর উপজেলার নির্বাচন কমিশনার কায়ছার মোহাম্মদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, সহকারী প্রগরমার আকাশ মন্ডল, ছাত্র প্রতিনিধি ফরিদ আলম প্রমুখ।
সদরপুর
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, স্ট্যান্ড ফর এনআইডি কর্মসুচী পালন করেছে সদরপুর উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে ২ ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কমিশনের স্ক্যানিং অপারেটর মাহমুদুল হাসান, ডাটা এন্ট্রি অপারেটর ইমামুল ইসলাম, পরিচ্ছন্নতা কর্মী সীমা রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জয়পুরহাট নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রুহুল আমীন, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন জয়পুরহাট, মো. মাসুদুর রহমান প্রমুখ।
শিবগঞ্জ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছ। বৃহস্পতিবার দুপুর ১২টা দিকে উপজেলা চত্বরের নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচিতে অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার শাহ্ মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. সামিউল আলম, ডাটা এন্ট্রি অপারেটর, মোঃ মেহেদী হাসান স্ক্যানিং এন্ড ইকুপমেন্ট অপারেটর মোঃ আরিফুল ইসলাম, গোলাম আযম, মুহাম্মদ ইব্রাহিম জাকি প্রমুখ।
কেন্দুয়া
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি জানান, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার ছাবিহা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।
মুকসুদপুর
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করা হয়। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখ হয়।
গোপালপুর
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মানববন্ধন করছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। বেলা ১টা পর্যন্ত এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখা হয়।
লামা
লামা (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের লামা নির্বাচন ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে নির্বাচন কমিশনের কমিশনের কর্মীরা। কর্মবিরতি ঘোষণা না করলেও অফিসের বাইরে মানববন্ধন কর্মসূচী থাকায় দুই ঘন্টা নাগরিকদের এনআইডি সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহীতারা। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি কর্মীরা। কর্মসূচীতে লামা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করছেন।
মোহনগঞ্জ
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে । গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত অষ্টগ্রাম উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার জনাব সোহাগ মিয়া, নির্বাচন অফিসের কর্মচারী ও সেবাদানকারী বিভিন্ন ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে চুয়াডাঙ্গা জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় জেলা নির্বাচন অফিস চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিও পালন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে নির্বাচন অফিসার আহমেদ আলী, সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার নূর উল্লাহ, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসানসহ জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।