প্রবাস
মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের জন্য চালু হচ্ছে স্পেশাল পাস
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১০ অপরাহ্ন

মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ সহজ করতে এবং প্রবাসীদের সুবিধা দিতে সরকার আগামী ১ এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করা যাবে। বিশেষ পাসধারীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি) দেয়া হবে, যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে।
দেশটির মালয় মেইল স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, এই উদ্যোগ বর্তমান ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধুমাত্র ১৪ থেকে ৯০ দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা (সোশ্যাল ভিজিট পাস) দেয়া হতো, যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো। নতুন বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন।
বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপ্যাটস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে। আগ্রহী আবেদনকারীরা বিস্তারিত তথ্য জানতে https://xpatsgateway.com.my ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।
এই উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ার সংসদে গত ৬ মার্চ, মিনিস্টার্স কোয়েশন টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তখন বলেছিলেন, এই স্পেশাল পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই উদ্যোগ শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
পাঠকের মতামত
জাপানে ভিসার জন্য আগে বাংলাদেশে জাপান এমবাসিতে সরাসরি সাক্ষাৎকার গ্রহনের মাধ্যমে ভিসার কার্যক্রম সম্পন্ন করা হতো,ইদানীং বাংলাদেশের জাপান এম্বাসী ভিসার জন্য VFS নামক একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়, জাপান এম্বাসী কোন কাগজপত্র ও সাক্ষাৎকার কিছুই নেয় না, সকল কাজ VFS করে।সম্প্রতি VFS এর কিছু কর্মকতা যাদের ভিসা হয়ে যায় তাদেরকে ফোন করে বলে আপনার ভিসায় কিছু সমস্যা আছে,৪/৫লক্ষ টাকা দিলে আমরা ভিসার ব্যবস্হা করে দিবো।এই ঘটনাগুলি এখন অহরহ ঘটিতেছে,জাপান এম্বাসীতে এই ব্যপারে যোগাযোগ করা হলে তারা কোন কর্নপাত করেনা।মানব জমিন একটি জনপ্রিয় প্রএিকা, মানব জমিন কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।