অনলাইন
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
কূটনৈতিক রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন দু’দিনের সফরে এখন ঢাকায়। শনিবার বিকালে তিনি বাংলাদেশে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ অতিথিকে বিমানবন্দরে স্বাগত জানান। এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে সিসন ঢাকা সফর করছেন। কূটনৈতিক সূত্র বলছে, স্বপ্রণোদিত সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মার্কিন সহকারীমন্ত্রী। তার সফরটি পূর্ব- নির্ধারিত। উল্লেখ্য, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনের সঙ্গে কম্বোডিয়ার রাজধানী নমপেনে এআরএফ-এর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। যার একটি ছবি মোমেন নিজেই তার ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে কি আলোচনা হয়েছে সে বিষয়ে এখনো ঢাকা কিংবা ওয়াশিংটনের তরফে কিছু বলা হয়নি। কূটনৈতিক সূত্র বলছে, আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মার্কিন সহকারীমন্ত্রী সিসন খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা, বৈশ্বিক স্বাস্থ্যগত অগ্রগতি, মানবাধিকার ও মানবিক চাহিদা চিহ্নিত করা, শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহযোগিতাসহ মার্কিন বহুপক্ষীয় অগ্রাধিকার নিয়ে ঢাকা সফরে আলোচনা করবেন।
পাঠকের মতামত
,,সত্যিই অদ্ভুত প্রতিযোগিতা,,
চীন, আমেরিকা দুটি সংঘর্ষ মুখি দেশ , অথচ অনেক দেশের সাথে তাদের নীতির মিলন দেখা যায়,,,**
তীব্র প্রতিযোগিতা চলছে মনে হচ্ছে ।
দেশের উপরে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কু-নজর পড়ছে
Right after the Indian General's visit, the American and Chinese ministers are in the crime infested city-Dhaka. Don't sell the soul.