খেলা
বার্মিংহাম থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ দল
সামন হোসেন, বার্মিংহাম (যুক্তরাজ্য) থেকে
৭ আগস্ট ২০২২, রবিবার
ব্যর্থতায় শুরু, শেষটাও হয়েছে বিবর্ণ। ব্যক্তিগত ও দলীয় কোনো বিভাগেই গর্ব করার মতো কিছু করে দেখাতে পারেননি কেউ। পদকপ্রসবা শুটিং আর সম্ভাবনাময় আরচারি না থাকায় টানা পাঁচ আসর পর কমনওয়েলথ গেমস থেকে খালি হাতে ফিরলো বাংলাদেশ। অ্যাথলেটিক্স, সাঁতার, কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জিমন্যাস্টিক হতাশ করেছে। রীতিমতো পুলে লজ্জায় ফেলেছেন সাঁতারুরা। ভারোত্তোলন, বক্সিং, কুস্তি- কেউই প্রত্যাশা পূরণ করতে পারেনি। অ্যাথলেটিক্সে বিলেত প্রবাসী ইমরানুর রহমানের ওপর স্পট লাইট থাকলেও হিটের গণ্ডি পেরুতে পারেনি এই স্পিন্টার। জিমনাস্টিকসে আরেক প্রবাসী অ্যাথলেট আলী কাদের হকও প্রত্যাশা পূরণে ব্যর্থ। তবে আসরে নজর কেড়েছে টেবিল টেনিস দল। কমনওয়েলথ গেমস বাংলাদেশের জন্য সাফল্য প্রসবা এক আসর।
পাঠকের মতামত
প্রবাসী ও গার্মেন্টস কর্মীদের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রা অপচয় না করতে পারলে যেন ওনাদের ঘুম নষ্ট হয়ে যাবে !!!!