ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

‘একই জায়গায় চোট শেষ করতে পারে বুমরাহর ক্যারিয়ার’

স্পোর্টস ডেস্ক

(৯ ঘন্টা আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ১২:৪৬ অপরাহ্ন

mzamin

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় সফরকালীন পিঠের চোটে পড়েন জসপ্রিত বুমরাহ। অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত মাঠের বাইরে এই ভারতীয় পেসার। তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি জিতল ভারত। এমন অবস্থায় বুমরাহকে নিয়ে সাবধানে এগোনোর পর পরামর্শ দিলেন শেন বন্ড। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি পেসারের মতে, অস্ত্রোপচারের জায়গায় আরেকটি চোট বুমরাহর ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে।

বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসিত আছেন ভারতীয় পেসার। কবে নাগাদ তিনি পুরোদমে সেরে উঠবেন কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে পারবেন, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। ২০২৩-এর মার্চে অস্ত্রোপচারের পর এবারই প্রথম পিঠে চোট পান বুমরাহ। মুম্বাই দলের কোচ হিসেবে গত কয়েক বছর তার সঙ্গে কাজ করেছেন শেন বন্ড। বর্তমানে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে তিনি অবস্থান করছেন ভারতেই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলোচনায় এই সাবেক ব্ল্যাক ক্যাপ পেসার সাবধানে করে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ২৯ বছর বয়সে অস্ত্রোপচার হয় বন্ডের পিঠে। একই বয়সে অপারেশন থিয়েটারে যেতে হয় বুমরাহকেও। টি-টোয়েন্টি থেকে দ্রুতই টেস্ট ক্রিকেটে ফিরলে ফাস্ট বোলারদের পিঠের চোটে পড়ার ঝুঁকিটা বেশি থাকে বলে মনে করেন বন্ড। বুমরাহকে নিয়ে তার দু:শ্চিন্তাটা এখানেই। আগামী ২৫শে মে আইপিএল শেষ হবার এক মাস পরই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। এ প্রসঙ্গে বন্ড বলেন, ‘দেখুন, আমি মনে করি বুমস (বুমরাহ) ঠিক থাকবে তবে এটি (কাজের চাপ) সামলানোর বিষয়। ভবিষ্যৎ সফর এবং সূচির দিকে তাকালে তাকে বিশ্রাম দেয়ার সুযোগ কোথায়, আসলে বিপদের সময়টা কোথায়? প্রায়ই এমনটা হয় যে (আইপিএল থেকে) টেস্ট চ্যাম্পিয়নশিপে (যাওয়া) ঝুকিপূর্ণ।’

গত অস্ট্রেলিয়া সফরে ভারতের বোলিং অ্যাটাক একপ্রকার একাই টানেন বুমরাহ। সবমিলিয়ে ১৫১.২ ওভারের বোলিংয়ে জবাব দিয়ে দেয় শরীর। ভারতীয়দের ইংল্যান্ড সফর শুরু হবে আগামী ২৮শে জুন। ৩রা আগস্ট পর্যন্ত পাঁচটি টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া সফরের মতো ইংলিশদের বিপক্ষে বুমরাহকে এতটা চাপ দেয়া উচিত হবেনা বলে মনে করেন বন্ড। ৪৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বলেন, ‘পরবর্তী বিশ্বকাপের জন্য সে খুবই মূল্যবান। আপনারা ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবেন, আমি হলে তাকে টানা দু’টির বেশি ম্যাচ খেলাতে চাইতাম না। আইপিএলের শেষ ভাগ থেকে একটি টেস্ট ম্যাচে যাওয়া বড় ঝুকিপূর্ণ হবে। তারা বিষয়টি কীভাবে সামলাবে, তা গুরুত্বপূর্ণ হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status