খেলা
বদলে গেলো শেখ হাসিনা স্টেডিয়ামের নাম
স্পোর্টস রিপোর্টার
(১ মাস আগে) ৩ মার্চ ২০২৫, সোমবার, ৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটির নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। আজ সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতিখার আহমেদ মিঠু।
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী এই স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে গত ৫ই আগস্ট নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই এটির দরপত্র বাতিল করেন ফারুক আহমেদ।
পাঠকের মতামত
সুন্দর নাম এখন কত মাধুর্যতা লাগছে। শেখ হাসিনা স্টেডিয়াম কি বিচ্ছিরি লাগতো শুনতে।
যেখানে অবস্থিত সেই যায়গার নামে নাম দেওয়া উচিৎ
যে পতিষ্টানগুলো যেখানে অবস্তিত সেই যায়গার নাম অনুসারেই হওয়া উচিত। তাতে মানষ বুঝতে পারবে সেটা কোথায় অবস্তিত।
Need to be changed design.
ভারতে লেজ গুটিয়ে চোরের মতো পালিয়ে যাওয়া স্বৈরাচার একনায়কতন্ত্র ডিক্টেটর শাসক শেখ হাসিনা ও তার পরিবারের নামে বাংলাদেশে যেসব প্রতিস্টান ও স্হাপনা আছে সব কয়টির নামে পরিবর্তন করে জুলাই-অগাস্টের আন্দোলনে নিহত শহীদের নামে রাখা হউক।
এটার নাম পূর্বাচল ক্রিকেট গ্রাউন্ড রাখার জোর দাবি জানাচ্ছি।