খেলা
সাকিবের দেশে ফেরার আরেকটি সুযোগ
স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
৫ই আগস্ট সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেনি সাকিব আল হাসান। এরইমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ফ্রিজ করা হয়েছে সব ব্যাংক হিসাব। তবে তার সামনে সুযোগ এসেছিল দেশে ফেরার। শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এরপর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও সব শেষ চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু সরকারের উপর মহল থেকে সবুজ সংকেত না পাওয়াতে তার ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। এরইমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব। তবে সবশেষ চমক দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লীগের দলটি তাকে দলে ভিড়িয়েছেন। গতকাল দল বদলের প্রথম দিনেই অনলাইনে তাকে রেজিস্ট্রেশন করায় রূপগঞ্জের কর্মকর্তারা। তাকে দলে নেয়ার বিষয় রূপগঞ্জ রাজনৈতিক সংশ্লিষ্টতাকে আমলে নেয়নি। তাকে দলে নেয়ার কারণ কী? এমন প্রশ্নের উত্তরে রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদল বলেন, ‘আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি। খেলোয়াড় সাকিবের জন্য আমরা একশ’ ভাগ করবো যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লীগে পাওয়া যাবে।’ রাজনৈতিক কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত বিপিএলে তাকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু বিপিএল খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি। এবার ঢাকা লীগে খেলতে সাকিব কি দেশে ফিরতে পারবেন?