ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তান দলের ‘১৫ জনই অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন

mzamin

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে কোনো আইসিসি ইভেন্টের। চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাপটা তাই অন্যদের থেকে একটু বেশিই থাকার কথা। এর আগে দলের নেতৃত্ব নিয়ে দেখা দেয় নানা বিতর্ক। শেষ পর্যন্ত অধিনায়কের ক্যাপটা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে রিজওয়ান বলছেন, কাগজে কলমে তিনি অধিনায়ক হলেও নেতৃত্ব দেবেন স্কোয়াডের ১৫ জনই।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সাধারণত আমরা যখন জিতি, একজন অধিনায়ক হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি হই, যখন পুরো দল জয়ে অবদান রাখে। আমার দলে থাকা ১৫ জনই অধিনায়ক। আমি শুধু টসের সময় সামনে আসি তবে সবাই সমান গুরুত্বপূর্ণ। আমরা যখন মাঠে নামি তখন আমরা একসঙ্গে একটি দল।’ দলের অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে চলছে নানা আলোচনা। এবার ওপেনিংয়ে নামবেন এই ডানহাতি ব্যাটার। সে প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘ওপেনিংয়ে আমাদের বিকল্প নেই, এমনটা নয়। তবে কন্ডিশন হিসেবে সেই সঠিক ব্যক্তি। বাবর ওপেনিংয়ে নামার সবচেয়ে যোগ্য ক্রিকেটার। কৌশলগতভাবে অনেক বেশি শক্তিশালী ব্যাটার সে।’ সবশেষ ২০১৭ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। সেবার চোটের সঙ্গে লড়াই করা সরফরাজ আহমেদের পাকিস্তান যে শেষ পর্যন্ত শিরোপা তুলে ধরবে, এমনটা খুব কম মানুষ ভেবেছেন। 

এবারও পাকিস্তানকে আন্ডারডগ ভাবা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ৩২ বছর বয়সী রিজওয়ান বলেন, ‘এটিই যদি জয়ের উপায় হয় তবে দয়া করে আমাদের অবমূল্যায়ন করুন, যাতে আমরা জিততে পারি। কিন্তু আমাদের অনেক কিছুই এখনও নিখুঁত নয়। একজন খেলোয়াড় হিসেবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন তবে আমি বলব যে আমাদের সচেতনতা, পেশাদারির দিক থেকে আরও উন্নতি করতে হবে। আশা করি এরকম পরিস্থিতি আর আসবে না যেখানে আমাদের কম মূল্যায়ন করা হবে এবং পরে আমরা জিতব।’ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে চোটে পড়েন হারিস রউফ। পুরো সিরিজই কাটিয়েছে বিশ্রাম করে। চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো সম্পূর্ণ ফিট হারিসকেই পাবে পাকিস্তান। এ প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘গতকাল (পরশু) রউফ প্রায় ৬ থেকে ৮ ওভার বোলিং করেছে, এর আগে ও ৬০ শতাংশ বল করেছে ও আজ (গতকাল) পুরো ছন্দে বোলিং করেছে। ও বলেছে ওর কোনো সমস্যা নেই। আশা করি সে সম্পূর্ণ ফিট।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status