ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

প্রিমিয়ার লীগে সাকিব!

স্পোর্টস রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারmzamin

আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশেই ফিরতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও বিক্ষোভের মুখে আশাহত হতে হয় তাকে। সেই সাকিব আল হাসান এবার আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে খেলবেন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও লিজেন্ডস অফ রূপগঞ্জের একটি সূত্র জানিয়েছে সাকিবের সঙ্গে তাদের কথাবার্তা চূড়ান্ত, শুধু আনুষ্ঠানিকতা বাকি। ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসন্ন আসরের পর্দা উঠবে আগামী মাসে। চলতি মাসের ২২ ও ২৩ তারিখ হবে আনুষ্ঠানিক দলবদল। তবে এর আগে অনেক আগে থেকে দল গোছানো শুরু করেছে ক্লাবগুলো। রাজনৈতিক পালাবদলে দেশের ক্রিকেটেও বদলের ছোঁয়া লেগেছে। এতদিন কোনোরকমে টিকে থাকা ক্লাবগুলো এবার দারুণ দল গড়ছে।  সাকিব আল হাসান প্রিমিয়ার লীগে খেলবেন এটা সবার কাছে অবিশ্বাস্য লাগতে পারে। পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এ কারণে জনগণের তার বিরুদ্ধে ক্ষোভ আছে। জনবিক্ষোভের মুখে তাকে দেশে না ফেরার পরামর্শ দেয় বিসিবি ও অন্তর্বর্তীকালীন সরকার। 

এরপর চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও জায়গা মেলেনি তার। যদিও বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়, বোলিং অ্যাকশন নিষিদ্ধের কারণেই নেই তিনি। সেই সাকিব আবার দেশের ক্রিকেটে ফিরছেন। রাজনৈতিক কারণে বিষয়টা চাপা দিয়ে রাখা হলেও দলবদলের পর সেটি প্রকাশ্যে আসার কথা রয়েছে। তবে এর আগে দৈনিক মানবজমিনের কাছে নাম প্রকাশ না করার শর্তে রূপগঞ্জের এক কর্মকর্তা বলেন, ‘সাকিব দলবদল করবে, আমাদের দলেই খেলবে। তবে এখনো এটা আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারছি না। দলবদলের পর সবাই জানতে পারবে।’ এর আগে ডিপিএলের গত আসরে শেখ জামালের হয়ে খেলেন সাকিব আল হাসান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭ ছক্কায় সেঞ্চুরিও করেন এই অলরাউন্ডার। সাকিব ছাড়াও লিজেন্ডস অফ রূপগঞ্জ এবার দলে ভিড়িয়েছে তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, শরিফুল ইসলামদের মতো তারকা ক্রিকেটারদের। এ ছাড়া তাসকিন আহমেদের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত দলটির।  

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status