অনলাইন
দেশের মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই: জিএম কাদের
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ২:৩২ অপরাহ্ন

দেশের মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ৫১ শতাংশেরও বেশি পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন। জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, অকটেনের মূল্য এক লাফে ৫১ দশমিক ৬৮ শতাংশ বেড়ে প্রতি লিটার ৮৯ টাকার বদলে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ৮৬ টাকা লিটারের পেট্রলের দাম ৫১ দশমিক ১৬ ভাগ বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ডিজেল ও কেরোসিন এর দাম ৪২ দশমিক ৫ ভাগ বেড়ে প্রতি লিটার ৮০ টাকার বদলে বিক্রি হচ্ছে ১১৪ টাকায়। অথচ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এখন নি¤œমুখী । গত ৪-৫ মাসে বিভিন্ন স্থানে বেঞ্চমার্ক ক্রুড ওয়েলের দাম কমেছে ২৯ থেকে ৩০ শতাংশ। ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৮৯ ডলারের নিচে নেমে যায়। গত মার্চে যার দর উঠেছিল ১২৪ ডলারে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাবে পরিবহন ব্যয়। নিত্যপণ্যের দাম বেড়ে যাবে কয়েকগুণ। পাশাপাশি দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বাড়বে দামও। এতে রপ্তানি শিল্পেও বিপর্যয় সৃষ্টি হবে। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি। হাহাকার উঠবে সাধারণ মানুষের পরিবারে। তাই, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
পাঠকের মতামত
আপনাদের কারণেইতো আজ এই অবস্থা... আপনারাইতো আওয়ামী লীগকে ক্ষমতা পাইয়ে দিয়েছেন। আজ দেশের যে অবস্থা এরশাদের জাতীয় পার্টিও এর জন্য সমান দায়ী
সমস্যা নেই দেশের জনগণ মরে যাক, পুলিশ বেচে থাকলে চলবে ভোটের কাজটি তো তারাই করে। দেশের মানুষের দরকার নেই এই সরকারের
Amra sotti Osohay Sob Kichur dam barce but Besorkari chakurijibider Salary barce na Akon Mone hocche Job chere diya Pagol hoyea rastay gurbo
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সব কিছুতে পড়বে । যেভাবে শ্রীলঙ্কার দ্রব্যমূল্য বেড়েছে বাংলাদেশে ও বাড়বে । ক্রমান্বয়ে শ্রীলঙ্কার অবস্থা হবে ।
আপনারা তো ক্ষমতাশীন দলের B পার্ট,আপনি এসব বলে কি জনগন কে ধোকা দিতে চাইছেন? জনগন আপনাদের ভালো করেই চিনে।