অনলাইন
সিঙ্গাপুরে থাকার জন্য গোটাবায়ার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০১ অপরাহ্ন

শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসেকে সিঙ্গাপুরে থাকার জন্য আরও ১৪ দিন সময় দেওয়া হোক। এই মর্মে সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রাজাপাকসে, যিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন, তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে ১১ আগস্ট দ্বীপে ফেরার কথা ছিল। তবে সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজাপাকসে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সিঙ্গাপুরে থাকবেন বলে জানা গেছে।নেতাকর্মীদের তীব্র বিরোধিতার মুখে, প্রাক্তন রাষ্ট্রপতি ১৪ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে চলে যান এবং তাকে সেখানে দুই সপ্তাহ থাকার অনুমতি দেওয়া হয়।গোটাবায়ার সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে এসেছেন।
গোটাবায়ার সিঙ্গাপুরে অবস্থান সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে একটি বিবৃতি প্রচার করেছে দেশটির ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ। তারা বলেছে, সিঙ্গাপুরে অবতরণের পর গোটাবায়াকে একটি স্বল্পমেয়াদি ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়।সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, গোটাবায়া সিঙ্গাপুরে আশ্রয় চাননি। আর তাঁকে আশ্রয় দেওয়াও হয়নি। সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছে, শ্রীলঙ্কা থেকে যাঁরা ‘সোশ্যাল ভিজিট’-এর আওতায় সে দেশে আসেন, তাঁদের সাধারণত সর্বোচ্চ ৩০ দিনের জন্য এসটিভিপি ভিসা দেওয়া হয়। তারপরও যাঁদের সিঙ্গাপুরে অবস্থান করতে হবে, তাঁরা এসটিভিপি ভিসার মেয়াদ বাড়াতে অনলাইনে আবেদন করতে পারেন।
সূত্র : dailymirror.lk