অনলাইন
গাজীপুরে অনেক পাম্পে মিলছে না অকটেন, ভাড়া বেড়ে দ্বিগুণ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০০ অপরাহ্ন

অকটেনসহ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পর গাজীপুরের কোন কোন পেট্রোল পাম্পে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে অনেক পাম্পেই মজুদ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বিভিন্ন রোডের বাস ভাড়া বেড়ে গেছে।
জেলা শহরের হোসেন এন্ড সন্স নামের পেট্রল পাম্পে সকাল থেকেই নেই অকটেন। মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি সংকটের কারণে ক্ষুব্ধ হচ্ছেন লোকজন। অবশ্য পাম্পের লোকজন বলছেন, গত রাতে অতিরিক্ত পরিমাণের জ্বালানি বিক্রি হওয়ায় তাদের মজুদ শেষ হয়ে গেছে। সরবরাহ পেলে আগামীকাল বিকেলে তাদের পরিস্থিতি স্বাভাবিক হবে। ময়মনসিংহ থেকে আসা কয়েকজন যাত্রী জানিয়েছেন, গতকালও যেখানে ময়মনসিংহ থেকে গাজীপুরের চৌরাস্তায় আসতে পারতেন মাত্র ১০০ টাকায়, সেখানে আজ আসতে হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। জেলার অভ্যন্তরীণ পরিবহনেরও একই অবস্থা। যাত্রীরা বলছেন, শনিবার ও যেখানে ২০ টাকায় চলাফেরা করতেন সেখানে পরদিন রোববার প্রায় দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে ভাড়া হিসাবে। ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের চালকরা বলছেন, জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ায় এখন তাদের পণ্য পরিবহনের ভাড়াও বাড়িয়ে নিতে হবে, এছাড়া কোন উপায় নেই।