অনলাইন
বাস সঙ্কট
রিকশা-অটোরিকশা ভাড়া কয়েকগুণ হাঁকছেন চালকরা
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০০ অপরাহ্ন

হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে ঢাকার রাজপথে যাত্রীবাহী বাস তেমন একটা দেখা মেলেনি। দীর্ঘ সময় পরপর দু-একটি বাস এলেও মানুষের চাপ বেশি থাকায় সেখানে উঠতে পারছেন না যাত্রীরা। বাসের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানী কর্মজীবী মানুষ। সেই সুযোগকে কাজে লাগাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চালকরা। তারা ভাড়া হাঁকছেন কয়েকগুণ। সিএনজি চালকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়িয়েছেন তারা। রিকশা চালকরা বলছেন, তেলের দাম বাড়ায় এখন সব কিছুর উপর এর প্রভাব পড়বে। এতে ক্ষতির মুখে পড়বেন তারা। সেই ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকেই বাড়া বেশি চাচ্ছেন তারা।
মৌচাক থেকে মিরপুর যাবেন ব্যবসায়ী ফিরোজ মিয়া। বাস না পেয়ে সিএনজিতে যাওয়ার চেষ্টা করছেন। তবে সিএনজি ভাড়া বেশি হওয়ায় যেতে পারেননি তিনি। তিনি বলেন, আগে ২৫০ /২৮০ টাকায় নিয়মিত যাতায়াত করতাম। আজ ৫০০ টাকা ভাড়া চাচ্ছে। বাসের সংকট বুঝে মানুষের পকেট কাটার চেষ্টা করছেন সিএনজি ও রিকশা চালকরা।
নিপা নামের এক যাত্রী বলেন, বাংলামোটর থেকে মতিঝিল বাস ভাড়া ১২ টাকা। রিকশায় গেলে আগে ৬০/৭০ টাকায় যেতে পারতাম। আজ বাস না থাকায় রিকশা ভাড়া চাচ্ছে ২০০ টাকা। এভাবে ভাড়া বাড়তে থাকলে সাধারষ মানুষ কোথায় যাবে। সব কিছুর দাম বেড়েই চলছে। হঠাৎ ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ।