খেলা
ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ৯:৪৫ অপরাহ্ন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৫-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল তানভির ইসলামের দল।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটিতে ২-২ গোলে সমতায় ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে ভারতের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ৯২, ৯৩ ও ৯৯তম মিনিটে ৩ গোল হজম করে শিরোপা স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজদের।
২০১৯ সালের ফাইনালে ভারতের কাছে হেরেই সাফের শিরোপা বঞ্চিত হয়েছিল বাংলাদেশ।