ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

টিটিই হাসিবুরকে স্ট্যান্ড রিলিজ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবার
mzamin

ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) হাসিবুর রহমান হাসিবকে স্ট্যান্ড রিলিজ করার খবর পাওয়া গেছে। জানা যায়, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নম্বর আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শ্লীলতাহানি করে। ঐ নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামরাতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল। ডিউটিরত টিটিই হাসিব তার কাছে টিকিট দেখতে চেয়ে তাকে শ্লীলতাহানি করে। শ্লীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটি তার আত্মীয়স্বজনদের কাছে মুঠোফোনে ঘটনাটি অবহিত করে। এদিকে তার আত্মীয়স্বজনের কয়েকজন যুবক তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবুর রহমান হাসিবকে স্টেশনে ট্রেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় না। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশন ছেড়ে যায়। এ সময় ওই নারীর আত্মীয়রা টিটিই হাসিবুর রহমান হাসিবের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান কর্তব্যরত গার্ড সেলিম।

বিজ্ঞাপন
গার্ড সেলিম আরও বলেন, প্রায় এক বছর ধরে ঐ নারীকে উত্ত্যক্ত করে আসছে বলে শুনেছি, তবে কতটা সত্য তা বলতে পারবো না। জানা যায়, এ বিষয়ের সূত্র ধরেই ৩রা আগস্ট তাকে ঢাকা রেল দপ্তর থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না। পাকশী রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status