ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অস্ট্রেলিয়া থেকে সংবাদদাতা

(২ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৮:৫০ অপরাহ্ন

mzamin

বাংলা ভাষার মর্যাদা ও ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে মেলবোর্নের ট্রেনাইট কমিউনিটি লার্নিং সেন্টারে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ আয়োজনের নেতৃত্ব দেয় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (VBCF)। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলা ভাষার গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেডারেল সংসদ সদস্য জোয়ান রায়ান এমপি, সাবেক রাজ্য সংসদ সদস্য সারা কলনি, টার্নাইটের রাজ্য সংসদ সদস্য ডিলান ওয়াইট এবং পয়েন্ট কুকের রাজ্য সংসদ সদস্য ম্যাথিউ হিলকারি। তারা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভিক্টোরিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ জনি, ভিক্টোরিয়া বিএনপি নেতা  তৌহিদ পাটোয়ারী, এবং অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল মোহাম্মদ । কায়াস মাহমুদ জনি বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ সব কিছুর মূলেই গণতান্ত্রিক অধিকার। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, যাতে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছি, তারা যেন অস্ট্রেলিয়া থেকে একটি স্বাধীন পর্যবেক্ষক দল পাঠানোর উদ্যোগ নেন, যাতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বের দায়িত্ব।
তৌহিদ পাটোয়ারী বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে এবং জনগণের মতপ্রকাশের সুযোগ দেয়। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।”ফয়সাল মোহাম্মদ বলেন, বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষা আন্দোলনের চেতনাকে সম্মান জানিয়ে ১৯৭৬ সালে ‘একুশে পদক’ প্রবর্তন করেন, যা ভাষা সৈনিকদের অবদানকে স্বীকৃতি দেয় এবং জাতীয়ভাবে একুশের চেতনাকে প্রতিষ্ঠিত করে।”
পরে ভিক্টোরিয়া বিএনপির নেতাকর্মীরা বিশেষ দোয়ার আয়োজন করেন। তারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত, বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও সুশাসনের জন্য দোয়া, জুলাই-আগস্ট বিপ্লবে নিহতদের স্মরণে দোয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status