অনলাইন
শাহজালালে রানওয়ে থেকে ছিটকে গেলো কাতার এয়ারওয়েজের বিমান
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। তবে বিমানটিতে থাকা ২২৭ জন যাত্রীর সবাই অক্ষত আছেন। তাদের কেউ হতাহত হননি। পাইলটের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান যাত্রীরা। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ করে দেয়া হয়। ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় ফ্লাইট উঠানামা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। সেটিকে উদ্ধার করে রানওয়েতে ফিরিয়ে আনার আগ পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। ৪৫ মিনিট রানওয়ে অচল হয়ে থাকে। এর ফলে চারটি আন্তর্জাতিক ফ্লাইট ও ১০টি অভ্যন্তরীণ ফ্লাইট ওঠা-নামায় দেরি হয়।