কলকাতা কথকতা
ভোর থেকেই জেরা শুরু, হাসপাতাল ঘুরিয়ে আজ পার্থ-অর্পিতাকে ফের পেশ বিশেষ আদালতে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৩ অপরাহ্ন

আজ হেফাজতের শেষ দিন। তাই জিজ্ঞাসাবাদে কোনো ত্রুটি রাখছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। শুক্রবার ঘুম ভাঙিয়ে সাতসকালে জেরা শুরু হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। জেরার ধরণ আরও তীব্র। জানা গেছে অর্পিতা জেরায় সহযোগিতা করলেও পার্থ এখনও অনমনীয়। তিনি এখনও দাবি করে চলেছেন তার বাড়িতে যে সব নথিপত্র পাওয়া গেছে তা সেখানে এল কি করে তিনি জানেন না। অপা ইউটিলিটির টাকায় কেনা চারটি ফ্ল্যাট সম্পর্কেও তিনি নীরব থাকেন। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৪০ পাতার কালো ডায়েরি এবং ১১ পাতার একটি চটি ডায়েরি ইডির গোয়েন্দাদের বড় হাতিয়ার। ওই ডায়েরিতে লেনদেনের অনেক হিসাব লুকানো আছে। অর্পিতার বয়ানের ভিত্তিতে জেরা করা হতে পারে আরও কয়েকজনকে। আজ একটু পরেই জোকাই এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর পার্থ-অর্পিতাকে ব্যাংকশাল আদালতে ইডির বিশেষ কোর্টে প্রোডিউস করা হবে। পার্থদের আইনজীবীরা জামিনের আবেদন নিশ্চিতভাবেই করবেন। বিচারপতি সম্ভবত জেল হেফাজত দেবেন পার্থ-অর্পিতার।