শেষের পাতা
শ্রীলঙ্কা অভিমুখে চীনের জাহাজ, ভারতের উদ্বেগ
মানবজমিন ডেস্ক
৫ আগস্ট ২০২২, শুক্রবার
শ্রীলঙ্কার বন্দর অভিমুখে ছুটে চলেছে চীনের জাহাজ ইউয়ান ওয়াং ৫। এই জাহাজটি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট শনাক্ত করতে সক্ষম। বিষয়টি ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে যখন ‘সামরিক মহড়া’ চালাচ্ছে চীন, তখনই তাদের এই জাহাজ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ধারণা করা হচ্ছে ১১ বা ১২ই আগস্ট হাম্বানতোতা বন্দরে নোঙর করবে জাহাজটি। এতে আছে ৪০০ ক্রু। আছে বিশাল প্যারাবোলাসদৃশ অ্যান্টেনা ও বিভিন্ন রকম সেন্সর। যদি এই জাহাজটি ভারত মহাসাগরে মোতায়েনের অংশ হয়, তাহলে তা ওড়িশা উপকূলের হুইলার আইল্যান্ড থেকে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনিটরিং করতে সক্ষম হবে। এর মাধ্যমে তারা ভারতের ক্ষেপণাস্ত্রের পারফরমেন্স ও তাদের প্রকৃত পাল্লার বিষয়ে পরিষ্কার তথ্য পেতে সক্ষম হবে।
পাঠকের মতামত
Sri Lanka will be the next provience of China. This aggression will be unofficially.