ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যশোর জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে ৮ প্রার্থী

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানের আলমগীর সিদ্দিকী হলে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  যশোর জেলা বিএনপির কাউন্সিল ২০২৫ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন গত ১৭ ফেব্রুয়ারি এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। একই দিন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করে। 
তফসিল অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
গতকাল ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয়, বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এদিন বেলা ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেল ৪টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।  ঘোষিত প্রার্থী তালিকা অনুসারে সভাপতি পদে দলের সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, দলের সবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু ও যশোর পৌর সভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ  দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সম্পাদক পদে দলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাংগটনিক সম্পাদকের ৩ টি পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র  দাখিল করেছেন । এরা হচ্ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগী সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু। 
নির্বাচন কমিশনের আহ্বায়ক এ্যাড. মো. ইসহক জানান, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির ১৬ টি সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির মোট এক হাজার ছয়শ’ ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে আগামী ২ বচরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status