অনলাইন
২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি হয়েছে। যদিও কি কারণে এসব কর্মকর্তাদের ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ওএসডি হওয়া কর্মকর্তারা যুগ্ম সচিব পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে পুলিশ এবং প্রশাসনের সহায়তায় দিনের ভোট রাতে হয়েছিল বলে বিরোধী দলগুলো দাবি করেছিল। ওই নির্বাচনে প্রশাসনের বিতর্কিত ভূমিকার নানা বিষয় গণমাধ্যমেও প্রকাশ হয়।






পাঠকের মতামত
অবশেষে বোধোদয় হইল।
Right decision.
This surprised 'prize' by the government to the DCs wasn't on the list of their demands.
ওদের কার্যক্রম তদন্ত সাপেক্ষে বিহিত বিধান করা হোক। যদি তদন্তে প্রকাশ পায় এরাই ছিল মূল হোতা নির্বাচন বিতর্কিত করার পথিক তবে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক।
Its a very good and fantastic decision. We highly appreciate.