ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

বিস্ফোরক মাস্ক: 'রাজনৈতিক কারণে সুনীতাদের মহাকাশ থেকে ফেরাতে চায়নি বাইডেন প্রশাসন'

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ অপরাহ্ন

mzamin

দীর্ঘ ৮ মাস যাবত মহাকাশে আটকে থাকার পর অবশেষে মার্চের মাঝামাঝিতেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও তার সহযোগী বুচ উইলমোর। ইলন  মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০ যান আগামী ১২ মার্চ তাদের ফিরিয়ে আনার উদ্দেশে রওনা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগেই অভিযোগ করেছিলেন যে, বাইডেন প্রশাসনের জন্যই এতদিন মহাকাশে আটকে থাকতে হচ্ছে সুনীতাদের। এবার ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করে বিস্ফোরক দাবি করলেন স্পেস এক্স কর্তা তথা ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কও। ফক্স নিউজের শান হ্যানিটির সঙ্গে প্রথম যৌথ সাক্ষাৎকারে হাজির হন ডনাল্ড ট্রাম্প এবং ইলন।

সাক্ষাৎকারে হ্যানিটি ট্রাম্প ও মাস্ককে জিজ্ঞাসা করেন, আপনারা কি মনে করেন যে, ওই দুই নভোচারীকে ইচ্ছাকৃতভাবে ফেলে রাখা হয়েছিল? মাস্ক বলেন, ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) নির্দেশে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মহাকাশচারীদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। যা একরকম অযৌক্তিকভাবেই স্থগিত করা হয়েছিল।’ সে সময়ই ট্রাম্প বলে ওঠেন, ‘তাদের মহাকাশেই রেখে দেয়া হয়েছিল।’ ট্রাম্পের মন্তব্যকে সমর্থন জানিয়ে মাস্ক বলেন, ‘হ্যাঁ, রাজনৈতিক কারণে সুনীতাদের মহাকাশ থেকে ফেরাতে চায়নি বাইডেন প্রশাসন, যা মোটেই গ্রহণযোগ্য নয়।’ যদিও বাইডেনের আমলেই মাস্কের সংস্থা স্পেসএক্স-কে সুনীতাদের মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছিল। তবে ট্রাম্পের দাবি, মাস্কের সংস্থা বাইডেন প্রশাসনের থেকে ঠিকভাবে কোনও অনুমোদনও পায়নি। অনেক কিছুতে বাধা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বাইডেন মহাকাশচারীদের ফিরিয়ে আনার কোনও পরিকল্পনাই করেননি। আমার মনে হয় তিনি সত্যিই তাদের মহাকাশে আটকে রাখতে চেয়েছিলেন।’ নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। এই অভিযানে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। সুনীতারা স্পেস স্টেশন ছাড়লে তারাই তাদের জায়গা নেবেন। বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস ২০২৪ সালের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। মাত্র ১০ দিনের জন্য পরিকল্পিত এই মিশন নানা সমস্যার সম্মুখীন হয়।

স্টেশনে পৌঁছানোর পর, নাসা ও বোয়িং কয়েক সপ্তাহ ধরে মহাকাশযানের ত্রুটি নির্ধারণের চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্রুদের স্টারলাইনারের মাধ্যমে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ বলে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর, ২০২৪ সালের আগস্টে নাসা ঘোষণা দেয়, স্পেসএক্সের ক্রু-৯ ক্যাপসুলের মাধ্যমে উইলিয়ামস ও উইলমোরকে ফিরিয়ে আনা হবে। স্পেসএক্স ইলন মাস্কের মালিকানাধীন। সংস্থাটি ছয় মাস অন্তর মহাকাশ স্টেশনের ক্রু পরিবর্তনের দায়িত্ব পালন করে আসছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি মাস্ক জানান, ট্রাম্প তাকে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status