অনলাইন
কিশোরগঞ্জে বর্ষপূর্তিতে ফজলুর রহমান
মানবজমিনকে বাঁচাতে মতিউর রহমান চৌধুরীকে দেশান্তরী থাকতে হয়েছে
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, সব যখন ফেল করেছে, অনেকেই যখন পরীক্ষার হলেও হাজির হননি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৫ বছরের দুঃসময়ে ঝুঁকি নিয়ে মানবজমিন প্রায় সব সত্য কথা লিখেছে। সাংবাদিকদের মধ্যে আমার সবচেয়ে কাছের যারা তাদের একজন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। হাসিনার পতনের মাসখানেক আগে মতিউর রহমান চৌধুরী আমাকে জানালেন, এখন আমাকে হয় দেশ ছাড়তে হবে না হয় জেলখানায় যেতে হবে; থ্রেট হয়েছে-২৪ ঘণ্টার মধ্যে দেশ না ছাড়লে আপনাকে জেলখানায় যেতে হবে। কোনটা করবেন, সিদ্ধান্ত আপনার। আমি বললাম, এখন অনলাইনের যুগ, জেলে গেলে আপনি মোবাইল হাতে পাবেন না। পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনার হাতে ইলেকট্রনিক্স ডিভাইস থাকবে। একটু চেষ্টা করে দেখেন, দূরে থেকে হলেও সত্য কথা বলার জন্যে মানবজমিনকে রক্ষা করতে পারেন কি না। যে কারণে হাসিনার পতনের শেষের বেশ কিছুদিন উনাকে দেশান্তরী থাকতে হয়েছে। দৈনিক মানবজমিনের ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, মানবজমিন কোনো সময় আপস করেনি। মানবজমিন অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে, ভালোকে ভালো বলেছে, মন্দকে মন্দ বলেছে। কাজেই মানবজমিন চিরন্তর হোক। আমরা না থাকলেও মানবজমিন থাকুক। এটি যুগ যুগান্তরে মানুষকে আলোর পথ দেখাক। এ দেশে যেন আর কোনোদিন পত্রিকার কালো দিন না আসে, কালো অধ্যায় না আসে, আমি বিশ্বাস করি- এই দিকে দেশ যাবে। বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটন মিলনায়তনে অনুষ্ঠিত বর্ষপূর্তি উৎসবে সভাপতিত্ব করেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিনিয়র সাংবাদিক এটিএম নিজাম এবং ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম বলেন, আমি মনে করি, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রে যে সমস্ত পত্রিকা বা নিউজ পোর্টাল গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে এবং সাদাকে সাদা বলা কালোকে কালো বলার যে সৎ সাহস ও ভূমিকা দেখিয়েছে তাদের মধ্যে মানবজমিন অন্যতম। আমি দেখেছি, এই পত্রিকাটি তার ন্যায্যতা এবং মানুষের চাহিদা অনুযায়ী সবসময় চেষ্টা করে গেছে, সে অবদানটুকু রাখার। এই পত্রিকার পেছনে যে ব্যক্তিটি মতিউর রহমান চৌধুরী, উনি বাংলাদেশের সাংবাদিক জগতে অত্যন্ত একটি পরিচিত ও বলিষ্ঠ মুখ। জাতীয় প্রেক্ষাপট, ক্রাইসিস, সবসময় সবকিছুতেই উনার যে অবদান, সেটি উনার পত্রিকার মাধ্যমে, লেখনীর মাধ্যমেও জাতির সামনে সবসময় তুলে ধরেছেন। বর্ষপূর্তি উৎসবে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক শফিক আদনান ও মো. আল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, সংবাদপত্র এজেন্ট পত্রিকা ঘর-এর স্বত্বাধিকারী এম এ সাদেক মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে উপস্থিত সুধীজন ও অতিথিদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি এডভোকেট ফজলুর রহমান মানবজমিনের ২৭তম বর্ষপূর্তির কেক কেটে উৎসব উদ্বোধন করেন। উৎসবে মানবজমিনের পাকুন্দিয়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয় এবং বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্র এজেন্ট, হকার ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
মানবজমিন দেশ ও জাতির স্বার্থে সাহসী ভূমিকা রেখেছেন।
রাজনৈতিক নেতাদের মত তৈল একটু বেশি দেওয়া হচ্ছে না তো ?