অনলাইন
রূপগঞ্জে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ২
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

রূপগঞ্জের পূর্বাচলের তিনশো ফিট সড়কে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে আজিক গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও ৪ জন। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার যাত্রী আরোবি আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫)। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সড়কের মাজার রোড চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও সহকারীকে আটক করেছেন।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা কাঞ্চন যাবার পথে তিনশো ফিট সড়কের মাজার রোড চত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।