ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

মিলানকে হারিয়ে শেষ ষোলোতে ফেইনুর্দ

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

mzamin

চ্যাম্পিয়নস লীগের ফিরতি লেগে শুরুটা মনের মতোই হয় এসি মিলানের। ঘরের মাঠে ম্যাচের ৩৬ সেকেন্ডেই এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। তবে মঙ্গলবার আক্রমণের পসরা সাজিয়েও লাভ হয়নি দ্বিতীয় সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়নদের। থিও হার্নান্দেজ লাল কার্ড দেখলে আরও চাপে পড়ে যায় মিলান। সুযোগ পেয়ে গোল শোধ করে ফেলে ফেইনুর্দ। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে ডাচ ক্লাবটি।

সান সিরোতে কীসে কমতি ছিল রোজেনারিদের? বল আধিপত্য, আক্রমণ সবকিছুতেই এগিয়ে থাকে স্বাগতিকরা। তবে এদিন ভাগ্য সহায় হয়নি। গোলের দিকে ১৮টির মধ্যে ৭টি শট লক্ষ্যে রাখে মিলান। অন্যদিকে সফরকারী দলে লক্ষ্যে শট থাকে ৬টির মধ্যে কেবল ১টি। সেটিই গোল। চলতি মাসের ৩ তারিখ এই ফেইনুর্দ থেকেই মিলানে উড়ে আসেন সান্তিয়াগো হিমিনেজ। অধিকাংশ ফুটবলার যা করে অভ্যস্ত, তিনিও তাই করলেন। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করলেন না। বরং দুহাত জোর করে ক্ষমা চাইলেন। এর আগে লীগ পর্বেও ফেইনুর্দের হয়ে গোল করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে যে দলের হয়ে লীগ পর্বে গোল করেছেন, তাদের বিপক্ষেই প্লে অফ পর্বে গোল করলেন হিমিনেজ। একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান। তবে মাঠে ফিরে খেলার মোড় ঘুরে যায়। ম্যাচের ৫১তম মিনিটে দ্বিতীয় হলদু কার্ড দেখে বসেন ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজ। দশ জনের দল পেয়ে কিছুটা জ্বলে ওঠে সফকারীরা। সফলতাও বেশি দূরে ছিল না ডাচ ক্লাবটির। ম্যাচের ৭৩তম মিনিটে বক্সের বাইরে থেকে ক্রস পাঠান হুগো বুয়েনো। হেড থেকে জালে বল জড়ান জুলিয়ান কারানজা। এতেই মিলানবধ নিশ্চিত হয় ফেইনুর্দের। যোগ করা সময়ের ৭ মিনিটে লাল কার্ড দেখেন ফেইনুর্দ রাইটব্যাক জিভাইরো রিড।  ১৯৭৪ -এর পর প্রথমবার ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোতে উঠল ক্লাবটি। অন্য ম্যাচে নিজেদের মাঠে মোনাকোর সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। আরেক ম্যাচের আতালান্তার ঘরের মাঠে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে কাব ব্রুজ। দুই লেগে ৫-২ গোলে শেষ ষোলোতে গেছে বেলজিয়ান ক্লাবটি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status