ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

সহযোগীদের খবর

‘বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শতকোটি টাকা’

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৪ অপরাহ্ন

mzamin

সমকাল
দৈনিক সমকালের প্রথম পাতার খবর ‘বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শতকোটি টাকা’। এতে বলা হয়- লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুতের মুখ না দেখলেও বায়ুবিদ্যুৎ (উইন্ডমিল) প্রকল্পের নামে এ খাত থেকে সরকারের শতকোটি টাকার বেশি গচ্চা গেছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাত্র ২ মেগাওয়াটের দুটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে। যদিও উৎপাদনের ২ বছর পর প্রথমটি এবং পরীক্ষামূলক উৎপাদন চলাকালে দ্বিতীয় কেন্দ্রটিও বন্ধ হয়ে গেছে। কেন্দ্র দুটির পেছনে সমীক্ষা, স্থাপন, সংস্কার, মেরামত-সব মিলে সরকারের এই অর্থ গচ্চা গেছে। এর মধ্যে ফেনীর সোনাপুর গ্রামের কেন্দ্রটিতে গেছে ৫০-৬০ কোটি এবং কক্সবাজারের কুতুবদিয়া কেন্দ্রের জন্য ৩০-৪০ কোটি টাকা। গত সরকার রেন্টাল-কুইক রেন্টাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এ খাতে নজর কমে যায়। ফলে পতিত আওয়ামী লীগ সরকারের মেয়াদের প্রথমদিকে বায়ুবিদ্যুৎ খাত সেভাবে বিকাশলাভ করেনি। নানাভাবে নানা নামে রেন্টাল-কুইক রেন্টাল থেকে লুটপাট শেষ হওয়ার পর গত নির্বাচনের আগে এদিকে দৃষ্টি ফেরায়। সরকার বায়ুশক্তি থেকে ২০২১ সালের মধ্যে ১১৫৩ মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ১৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে লক্ষ্যমাত্রা নির্ধারণের ৩ বছর পেরিয়ে গেলেও উৎপাদন হয়েছে মাত্র ৬০ মেগাওয়াট। সেটা সরকারি নয়, বেসরকারিভাবে স্থাপিত কেন্দ্র থেকে এসেছে।

বণিক বার্তা
দৈনিক বণিক বার্তার প্রথম পাতার খবর- ‘ছয় মাসে আমানত বৃদ্ধি পরিমাণে কমেছে ৪২ শতাংশ’। প্রতিবেদনে বলা হয়, দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের সুদহার এখন ১২-১৩ শতাংশ। আমানতের এত উচ্চ সুদ গত কয়েক বছরে দেখা যায়নি। তবে উচ্চ এ সুদহারও এখন আমানতকারীদের আকৃষ্ট করতে পারছে না। গত অর্থবছরের তুলনায় আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে প্রায় অর্ধেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের ব্যাংক খাতে আমানত বেড়েছিল ৫৯ হাজার ৩৩ কোটি টাকা। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমানত বৃদ্ধির পরিমাণ কমেছে প্রায় ৪২ শতাংশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নয়টি বেসরকারি ব্যাংককে প্রায় ২৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধার দেয়া হয়েছে নতুন টাকা ছাপিয়ে। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় জোগান দেয়া হয়েছে আরো ৭ হাজার ৩৫০ কোটি টাকা। তারল্য সহায়তা হিসাবে দেয়া এসব অর্থ দুর্বল ব্যাংকগুলোর আমানত হিসাবে যুক্ত হয়েছে। অর্থাৎ, দেশের ব্যাংক খাতে যে পরিমাণ আমানত বেড়েছে, সেটি দুর্বল ব্যাংকগুলোকে দেয়া আমানতের চেয়েও কম। কেন্দ্রীয় ব্যাংকের জোগান দেয়া অর্থও গ্রাহকরা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নয়া দিগন্ত
দৈনিক নয়াদিগন্তের প্রথম পাতার শিরোনাম- ‘হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে’। এই প্রতিবেদনে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় পরিচালিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরো দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২০ এপ্রিলের মধ্যে তার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অন্য দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলারও ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রথম আলো
‘ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক' প্রথম আলো পত্রিকার শিরোনাম। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের মধ্যে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে ওই সংঘর্ষ চলে। এতে শতাধিক আহত হন। রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। আজ বুধবার বেলা একটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েটে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কুয়েটে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।

কালের কণ্ঠ
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদনের শিরোনাম- ‘গাজীপুরে ২২ কোটি টাকার খাসজমিতে হানিফের থাবা’। এতে বলা হয়,  গাজীপুর মহানগরীর কাশিমপুর শিল্প এলাকায় মাত্র এক কোটি ৮০ লাখ টাকায় ৯ বিঘা সরকারি খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে। স্থানীয় লোকজনের তথ্য মতে, নবীনগর-চন্দ্রা সড়কসংলগ্ন বাড়ৈবাড়ি মৌজার বরইবাড়ি এলাকায় অবস্থিত ওই জমির তৎকালীন বাজারমূল্য ছিল ২২ কোটি ৫০ লাখ টাকা। ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী’ পদের প্রভাব খাটিয়ে জমিতে থাকা শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে ২০১১ সালে জমির দখল নেন মাহবুবউল আলম হানিফ। অভিযোগ উঠেছে, পানির দামে জমি বরাদ্দ দেওয়ার সময় সরকারি নিয়ম-কানুন কিছুই মানা হয়নি।

সমকাল
‘রমজানের আগে দাম বাড়াতে সেই পুরোনো কৌশল’ দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এ সংবাদে বলা হয়েছে, রমজানের আগেই শুরু হয়ে গেছে তেলের দাম বাড়ানোর পুরোনো কৌশল। রাজধানীর বিভিন্ন বাজার থেকে বোতলজাত তেল পুরোপুরি উধাও হয়ে গেছে। কয়েকটি বাজারের পাওয়া গেলেও তা ক্রয় করতে মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ কারণে খোলা তেলের দামও আকাশ ছুঁয়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল কেনাবেচা হচ্ছে ১৮০ টাকা থেকে ১৮২ টাকায়। অথচ সরকারের নির্ধারিত দর ১৫৭ টাকা। সে হিসাবে প্রতি লিটারে ভোক্তাকে গুনতে হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা। আমদানি সংকট দেখিয়ে কোম্পানিগুলো তেল সরবরাহ তলানিতে ঠেকিয়েছে। দৈনিক সাড়ে পাঁচ হাজার টন চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে আড়াই হাজার টন। এতে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া/ আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেয়া হয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status