অনলাইন
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন মিয়াজী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
(১ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৮ পূর্বাহ্ন

যশোরের একটি পার্কে আত্নগোপনে থাকা শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ -৩ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহনী। ওই পাকে মিয়াজী অবস্থান করছেন জেনে সেখানে ঘেরাও করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে মিয়াজীকে গ্রেপ্তার করে নিয়ে যান তারা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটা কালো গ্লাসের গাড়িতে চেপে সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের নিজ মালিকানাধীন শ্যামল ছায়া পার্কে প্রবেশ করেন। রাত সাড়ে ৮ টার দিকে সে খবর পৌঁছে যায় বৈষম্যবিরোধী ছাত্রদের কানে। খবর পাওয়া মাত্র জেলা সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে ৫০/৬০ জন ছাত্র জনতা পার্কের প্রধান ফটকে অবস্থান নেন। তারা পার্কের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পার্কের নিরাপত্তা কর্মীরা ছাত্র জনতাকে বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১০ টার দিকে কয়েকশ ছাত্র জনতা পার্কে উপস্থিত হয়ে পুরো পার্কটি ঘিরে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার উপক্রম হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ১০ টার দিকে পুলিশ, সেনা বাহিনীর সদস্যরা ও র্যাবের সদস্যরা পার্কে যান এবং ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পাঠকের মতামত
বুঝা গেলো আইন শৃঙ্খলা বাহীনি এখনো ফ্যাসিবাদীদের হয়ে কাজ করছে। নইলে এতদিন পর্যন্ত এরা কি করে লুকিয়ে থাকে? তাদের হাতে ধরা না পড়ে ছাত্র জনতার হাতে ধরা পড়ে। বর্তমান অন্তর্বতিকালীন সরকারকে আরো সতর্ক হয়ে কাজ করতে হবে। দেশ পুনর্গঠন করতে হলে ফ্যাসিবাদি আমলা আইন শৃঙ্খলা বাহিনি সব বাদ দিয়ে সব নতুন করে নিয়োগ দিতে হবে।
Very good news.all looters should punish exampulary.
সাব্বাস।শেখ হাসিনার সুবিধাভোগীরা খুঁজে খুঁজে আওয়ামীলীগের নেতাদের আটক করবে না।বরং তারা দেশ লুটেরাদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে।তাই ছাত্রজনতা কেই এই কাজটি করতে হবে।
ভারতে পালতে গিয়ে ধরা পড়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়েও সীমান্ত পার হতে পারেনি
তারেক সিদ্দিকী কোথায়?