ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

তাহিরপুরে লটারি না দিয়ে এডিপির কাজ ভাগবাটোয়ারা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

সুনামগঞ্জের তাহিরপুরে  লটারি ছাড়া এডিপির ১২টি কাজ ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ ঠিকাদারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লটারি না দিয়ে কাজ ভাগ ভাটোয়ারা করে নেয়ার বিষয়ে জানালে ইউএনও পুনরায় লটারি দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহেদুর রহমানকে।
আল মারইয়ম এন্টারপ্রাইজ, নজরুল কন্সট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাষ্যমতে ২০২৪-২৫ অর্থবছরে তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২টি প্যাকেজ করে অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, কালভার্ট, ঘাটলা মেরামতের লক্ষ্যে ১ কোটি ২০ লক্ষ টাকার দরপত্র আহবান করে এলজিইডি। ১২টি প্যাকেজে কমপক্ষে ৬০টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ১১ই ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ঠিকাদারদের কাছ থেকে থেকে দরপত্র গ্রহণ করা হয়। ১৯শে ফেব্রুয়ারি একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে দেন লটারির জন্য। কিন্তু এলজিইডি ১৯ ফেব্রুয়ারির ১ দিন পূর্বে ১৮ই ফেব্রুয়ারি ঠিকাদারদের কোন প্রকার নোটিশ না করে তাদের পছন্দমত ৪ থেকে ৫ জন ঠিকাদারদের নিয়ে লটারির নামে কাজ ভাগভাটোয়ারা করে দিয়ে দেন। বিষয়টি অন্যান্য ঠিকাদারদের মধ্যে জানাজানি হলে ঠিকাদাররা তাৎক্ষণিক বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া দেখান। পরে  তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাহী প্রকৌশলীকে (এলজিইডি)কে অবহিত করলে তাদের হস্তক্ষেপে পুনরায় লটারি দেয়া হবে জানায় এলজিইডি। আলমারইয়াম এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী কামাল মিয়া বলেন, শুনেছিলাম ১৯শে ফেব্রুয়ারি লটারি হতে পরে। আজ যে লটারী হবে এ বিষয়টি শুধু তিনি নন অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানই জানেন না বলে তিনি জানান।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি জাহেদুর রহমান বলেন, লটারি দিয়েছিলাম তা বাতিল হয়েছে। নতুন করে আবার লটারি দিবো। কাজ ভাগভাটোয়ারা করে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। 
এলজিইডি নির্বাহী  প্রকৌশলী সুনামগঞ্জ আনোয়ার হোসনে বলেন, বিষয়টি আমাকে একজন ঠিকাদার ফোনে জানিয়েছেন। আমি এলজিইডি প্রকৌশলী তাহিরপুরকে নির্দেশ দিয়েছি অন্তত তিন দিন আগে নোটিশ দিয়ে সবার সামনে লটারী দিতে হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাসেম বলেন, কম লোকজনের উপিস্থিতিতে লটারি দেয়া হয়েছে, সে কারণে বিষয়টি বাতিল করা হয়েছে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status