বাংলারজমিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুয়াশায় ৮ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ একাধিক যানবাহনের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলাস্থ জিংলাতলী এলাকা থেকে আমিরাবাদ এলাকার মোড় পর্যন্ত মোট তিন কিলোমিটারের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। জানা যায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তৎক্ষণাৎ আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত এলাকার স্থানীয় একজন জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির অংশে ঘন কুয়াশার কারণে কাছাকাছিও ভালো মতো কিছু দেখা যাচ্ছিল না। ফলে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলো একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগার ফলে মোট আটটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েন। অবশ্য এতে কারো প্রাণহানি হয়নি বলে তিনি জানান। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনার কারণে দাউদকান্দিস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান যে, এই দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তারা নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। কবলিত মহাসড়ক থেকে দুর্ঘটনার গাড়িগুলো সরানোর পরপরই যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরে আসবে। আমরা দ্রুতই এ ব্যবস্থা করছি।