বাংলারজমিন
ফ্যাসিবাদী আচরণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লুকিয়ে আছে: আরিফুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারবিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী সরকার তাদের শাসন আমলে জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করায় আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে লুকিয়ে আছে। এসকল জনধিকৃত ফ্যাসিবাদী ও তাদের দোসরদের আত্মীয়স্বজন পরিচয়ে রক্ষার কোনো সুযোগ নেই। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তাদের শাসন আমলে আমাদের উপর যে নির্মম নির্যাতন তারা করেছে তা ভুলে যাওয়া কষ্টকর। দলের ত্যাগীদের মূল্যায়নের প্রসঙ্গে বলেন দলের সুবাতাস বইছে এখন এসে বললেন আমি খাঁটি বিএনপি এটা যেন না হয়। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভায় জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, এখন থেকে দ্বিধা বিভক্তি ভুলে মাঠে ময়দানে কাজ করতে হবে ৩১ দফা নিয়ে। বিভাজন ভুলে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জনগণের আস্তা অর্জনে কাজ করতে হবে। কোনো অবস্থাতে ফ্যাসিবাদীদের মতো আচরণ মেনে নেওয়া যাবেনা।
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নানা অপকর্মের সঙ্গে জড়িতদের সর্তক করে দিয়ে তিনি বলেন, এটা শহীদ জিয়ার আদর্শিক সংগঠন বিএনপি’র সঙ্গে মানায় না। যারা এ পথে অগ্রসর হতে চান সইচ্ছায় দল থেকে বের হয়ে যান। বিএনপিতে এই অপকর্মকারীদের ঠাঁই হবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটি সদস্য এম. নাসের রহমান বলেন, এখন আড়ালে থাকা অনেক লোকদের আলখেল্লা পরিয়ে নেতা বানানোর চেষ্টা চালানো হচ্ছে। ৩ সপ্তাহের আন্দোলনে নিশ্চয় স্বৈরাচারী শেখ হাসিনা পড়ে যায়নি। এটা কোনো মাকালও বিশ্বাস করবে না। ৩৬ জুলাই ছাত্ররা সামনে থাকলেও নেপথ্যের ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই আন্দোলনে বিএনপির ৮২৪ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরাতো অন্যদের মতো এই সাইনবোর্ড নিয়ে ঘুরাচ্ছি না। ১৮ বছর কারা মাঠে ঘাটে ছিলো তা সবারই জানা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মৌলভী ওয়ালী সিদ্দিকী, এডভোকেট সুনিল কুমার দাস, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক, সিলেট জেলা বিএনপির নেতা সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা শরীফুল হক সাজু প্রমুখ।