অনলাইন
বসন্তের সন্ধ্যায় বৃষ্টির ছোঁয়া
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ অপরাহ্ন

ফাইল ফটো
শীতের বিদায় ঘটেছে। প্রকৃতিতে এসেছে নয়া ঋতু। চারিদিকে বইছে বসন্তের হাওয়া। কখনও গরম, কখনও শীতল অনুভুতি। এরই মাঝে বসন্তের আকাশে ঝরলো এক পশলা বৃষ্টি। যে বৃষ্টিতে মিলল স্বস্তির ছোঁয়া। ধুলোর রাজধানী ঢাকাবাসীর স্বস্তিটা আরও দ্বিগুণ। মঙ্গলবার সকাল থেকেই ঢাকায় অনুভূত হচ্ছিল ভ্যাপসা গরম। এই গরমের তীব্রতা বাড়তে না বাড়তেই ঝরলো অঝরো ধারা। ঢাকার আকাশটায় সন্ধ্যা থেকেই উঁকি দিচ্ছিলো খণ্ড খণ্ড মেঘ। মেঘ গড়িয়ে রাত আটটার দিকে নামলো বৃষ্টি। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থান থেকেই মিলেছে বৃষ্টির সংবাদ।
বৃষ্টির ছড়া লিখতে গিয়ে কবি ফররুখ আহমদ লিখেছেন, বৃষ্টি এল কাশ বনে, জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে, লুকিয়ে গেল বাঁশ বনে। শহুরে জীবনে নেই প্রকৃতির ছোঁয়া। তবে শহুরে কবিদের জন্য আজকের বৃষ্টি বয়ে আনতে পারে আনন্দের ধারা। কারণ দীর্ঘদিন পর প্রকৃতিতে নেমেছে বৃষ্টি। এ বৃষ্টি বসন্তের বৃষ্টি।
এদিকে আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।