অনলাইন
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। সোহানের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহান। তাকে সিটিটিসি রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
হারিচুর রহমান সোহান সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক। তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। গত ১২ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়া ও তার স্ত্রীসহ পরিবারের ১০ জনের নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদের খোঁজে ৩০ আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। যেখানে সাবেক কমিশনারের স্ত্রী আফরোজা আমান, ছেলে আসিফ শাহাদাৎ, মেয়ে আয়েশা সিদ্দিকা ও আসিফ মাহদিন, শ্যালক হারিচুর রহমানের নাম রয়েছে। অভিযোগে রয়েছে, আছাদুজ্জামান মিয়া ও তার শ্যালক হারিচুর রহমান নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। সোহানের নামে পরিবহন ব্যবসাও আছে। মধুমতি ও মৌমিতা পরিবহনের পরিচালক ছিলেন। এছাড়া সোহান নিজেকে পিওর গোল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান পরিচয় দিতেন। শ্যালকের এসব ব্যবসায় আছাদুজ্জামানই বিনিয়োগকারী বলে জানা গেছে। এছাড়া শ্রমিক লীগের এই নেতার নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে। আছাদুজ্জামান মিয়ার অবৈধ টাকা দিয়ে এসব সম্পদ গড়া হয়।