অনলাইন
পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ ‘নেতা’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

ভারতে পালিয়ে আসা এক বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, সোমবার তাকে গ্রেপ্তার করে বর্ধমান থানা পুলিশ। তাকে ভারতে আসতে এবং আশ্রয় দিতে সাহায্য করায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃত তিন জনকে আদালতে তোলা হয়। বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম রাজু আহমেদ। তিনি ময়মনসিংহ জেলার কুসুমপুরের বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন ধরে রাজু বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার মালিরবাগানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। পরিচয় গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিলেন। রাজুকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার অভিযোগে আসানসোলের বাসিন্দা সুদীপ দাস ওরফে বাপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দিকে, রাজুর আসল পরিচয় জেনেও তাকে আশ্রয় দেয়ার অভিযোগে বর্ধমানের বাজেপ্রতাপপুরের বাসিন্দা শেখ মাজেদ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রাজু পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, প্রাণের ভয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি ভারতে আসেন। তবে ভারতে প্রবেশের বৈধ কোনও নথি বা কাগজ দেখাতে পারেননি তিনি ।
পাঠকের মতামত
বাংলাদেশে র এর এক নম্বর এজেন্ট ছিল হাসিনা।
শেখ হাসিনাকে ধরার ব্যাবস্থা করা হোক।
আওয়ামী লীগের নেতা,পাতিনেতা,উপনেতা সবাই প্রাসাদের মালিক। কোটি কোটি টাকার মালিক। আর সে পশ্চিম বংগের একটা অজ-পাড়াগাঁয়ে রাজমিস্ত্রীর কাজ করবে?সল্টলেক,নিউটাউন এসব জায়গায় আওয়ামী লীগের যেসব বড় বড় ডাকাতগুলো বাস করছে তাদের ধরছে না কেন?তারাতো প্রকাশ্যে কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে।কলকাতা বলি কেন, সারা ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তারা ঘোরাফেরা করছে।
রুই কাতলা ধরে দেখান।
এইটা কেমন বিচার? বেচারা গরীব মানুষ আর সব জায়গাতেই বৈষম্য। অবৈধ কাউকে গ্রেপ্তার করতে হলেতো আগে হাসিনা আর তার আশ্রয়দাতা মোদী আর জয়শঙ্কর কে গ্রেপ্তার করতে হবে।
এসব পাতি নেতা, নেতার হাতা গ্রেফতার করে কি প্রমাণ করতে চায় ভারত? বড় বড় নেতা ধর্ষণ কারী নেতারা বহাল তবিয়তে বিলাসী জীবন যাপন করছে। এদেরকে অবিলম্বে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হউক।
Then arrest Sheikh Hasina, Sheikh Rehana and other AL leaders. Also, arrest Modi for sheltering those AL leaders,
রাঘববোয়ালদের কে দ্রুত গ্রেফতার করা হোক এবং নৈবাজ্যের নেতৃকে এ দেশে ফেরত দেওয়া হোক ?
পাপ ছাড়ে না বাপকেও । এবার বুঝ 17 বছরের বাহাদুরি ও নৈরাজ্যের মজা কেমন
এগুলো আই ওয়াশ পর্যায়েও পড়ে না।
Very Funny!
ভারতীয় প্রসাশন বলছে ও আওয়ামীলীগের নেতা ? আসলে নিরীহ দুই একজন ব্যাক্তি ধরে বাংলাদেশের জনগণকে বুঝাচ্ছে আমরা আওয়ামীলীগকে ধরে জেলে ভরছি ? আওয়ামীলীগের নেতারা কি রাজমিস্ত্রির কাজ করবে ? আওয়ামীলীগের নেতারা বাংলাদেশের ব্যাংক নিয়ে ভারতে গেছে এবং অবৈধ ভাবে ঘুরাফেরা করছে। ভারত সরকার তাদের ধরে না ধরে কুদ্দুসকে !
রাঘববোয়ালদের না ধরে এগুলো চুনোপুঁটি ধরছে কেন?