শেষের পাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
লক্ষ্মীপুরে ২৪০ জনের কমিটি ঘোষণা
লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবারবৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আরমান হোসাইনকে আহ্বায়ক ও সাহেদুর রহমান রাফীকে সদস্য সচিব করে ২৪০ জনের কমিটি ঘোষণা করা হয়। রোববার রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রয়েছে ৪৮ জন যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-সদস্য সচিব ৫৫ জন, ১৬ জন সংগঠক ও সদস্যসংখ্যা ১১৭ জন। অপরদিকে মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র মো. বাইজিদ হোসাইন। কমিটি ঘোষণার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ ও হতাশা। কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র আন্দোলনের একাংশ। সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিতে যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম ও মেহেদী হাসান নীরব অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট যারা জীবন-বাজি রেখে মাঠে-ময়দানে ছিলেন তাদেরকে মূল্যায়ন না করে অন্য লোকদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। এছাড়া বর্তমান কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালী জেলার বাসিন্দা। পাশাপাশি সে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিবিরের সভাপতি ছিলেন। এদিকে লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন সাংবাদিকদের বলেন, একটি গোষ্ঠী বর্তমান এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছেন। জুলাই-আগস্টে যারা মাঠে ছিলেন তাদের দিয়ে কমিটি করা হয়েছে। এটি চমৎকার একটি কমিটি হয়েছে। আগামীতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাদের অধিকারের জন্য কাজ করবে।