ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের পদযাত্রা

টিয়ারশেল জলকামান

স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবারmzamin

হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের মহাসমাবেশ শেষে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয়েছে টিয়ারশেল-জলকামান। গতকাল সকালে শাহবাগে মহাসমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা। এরপর বেলা ৩টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোড হয়ে সচিবালয়ে যাচ্ছিলেন। এ সময় সচিবালয়ের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল-জলকামান ব্যবহার করে। 

টানা ১১দিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন তারা। ঘোষণা দিয়েছেন চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পুলিশ তাতে বাধা দিয়েছে। লাঠিপেটা ও পরে জলকামান ব্যবহার করেছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীরা পদযাত্রা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাচ্ছিলেন। কিন্তু হাইকোর্ট মাজারের সামনে এসে তারা প্রেস ক্লাবের দিকে না গিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। তখন তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়া হয়। ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১শে অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। কিন্তু যোগদানের আগেই নিয়োগবঞ্চিত ৩১ জন রিট করেন। এরপর ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত ৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ দিতে। এই রায়ের পর থেকেই আন্দোলন করছেন তারা। ১০ই ফেব্রুয়ারি আন্দোলন ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন তারা। এদিনও তাদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর গতকাল পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেয়া হবে না জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status