বাংলারজমিন
বেনাপোলে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫
বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবারযশোরের বেনাপোলে জমিজমা সংক্রান্ত সালিশ চলাকালে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ ও বোমার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে বেনাপোলের পোর্ট থানার বালুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩) আব্দুল গণির ছেলে মোকারুল (৮) তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বালুণ্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫নং বালুণ্ডা ওয়ার্ড বিএনপি’র সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হলে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।