বাংলারজমিন
ধর্মপাশায় মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ড্রাইভারকে আসামি করে মামলা
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবারসুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে মাটি বিক্রয়ের কাজে নিয়োজিত মাটি বহনকারী লড়ি গাড়ির নিচে চাপা পড়ে মাদ্রাসা শিক্ষার্থী লাবিব(৭) মৃত্যুর ঘটনায় বেআইনিভাবে মাটি বিক্রয় চক্রের জড়িতদের বাদ দিয়ে শুধু ড্রাইভারকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি গ্রামীণ রাস্তায় ঘটনাটি ঘটেছে। এ রাস্তার সঙ্গে কোনো বড় রাস্তার সংযোগ নেই। এ রাস্তাটি গ্রামের ভেতরের একটি রাস্তা। মামলায় এ ঘটনাকে সড়ক দুর্ঘটনা দেখানো হয়েছে। গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরি গ্রামের নিহতের চাচা টিটু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিহতের চাচার দোকানের সামনে লাবিবকে লড়িটি ধাক্কা দিলে চাকার নিচে পড়ে নাক ও মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই লাবিবের মৃত্যু হয়।
এ সময় ঘাতক লড়ির ড্রাইভার আনিছ সহ লড়ি ও ভেকু মেশিনের মালিক, অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রয়ের সঙ্গে জড়িত চারজনকে আটক করে রাখে গ্রামবাসী। পরে তাদেরকে ও নিহত লাবিবের মৃতদেহ থানায় নিয়ে আসে ধর্মপাশা থানা পুলিশ। ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মূলত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভেকু মেশিন ও লড়ি গাড়ি দিয়ে মালিকানা ও সরকারি জায়গা থেকে মাটি বিক্রয় করে আসছিল একটি অসাধু চক্র। এ চক্রের মূল হোতা স্থানীয় চকিয়ারচাপুর গ্রামের দীপন ও আরও স্থানীয় কয়েকজন।
গ্রামবাসীর হাতে আটক ও মাটি বিক্রয়ের সঙ্গে জড়িত ড্রাইভার আনিছ ছাড়া অন্যদের মামলার আসামি করা হয় নাই। শুধু ঘাতক ড্রাইভারকে আসামি করা হয়েছে। তাছাড়া গ্রামবাসীর হাতে আটক চারজনকে উদ্ধার করেছে পুলিশ। মামলার এজাহারে অন্যদের কথা বাদ দিয়ে উদ্ধার দেখানো হয়েছে শুধু ড্রাইভারকে।
এ দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে ২০১৮/১০৫ ধারা মোতাবেক ঘাতক ড্রাইভার আনিছ (২৫) এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আনিছ নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, লড়ির ড্রাইভারকে আসামি করে আদালতে পাঠানো হয়েছে। ড্রাইভার ছাড়া গ্রামবাসীর হাতে আটক থাকা ও যারা ভেকু মেশিন ও লড়ি গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে তারা অবৈধভাবে মাটি বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল- তা সঠিক। তাদেরকে এ দুর্ঘটনায় আসামি করার সুযোগ নেই।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক বলেন, এ বিষয়ে ড্রাইভারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইন মোতাবেক ময়নাতদন্ত না করে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাটি কেটে বিক্রয় করার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে গ্রামবাসীর হাতে আটক অন্য ব্যক্তিদের পুলিশ হেফাজতে এনে ১৫১ ধারা মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।