ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রংপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ কাশেম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার

গাজীপুরে আওয়ামী ক্যাডারদের জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা কাশেম হত্যার প্রতিবাদ ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধে দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আসফাক আহমেদ, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, মূখ্য সংগঠক নাহিদহাসা খন্দকারসহ অন্যরা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে। জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ শিক্ষার্থীসহ মানুষদের ওপর গুলি চালিয়েছে। এতে করে তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে। এতো মানুষকে হত্যা করেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিল পরিমাণ অনুশোচনা হয়নি। তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীনও খুনি হাসিনার আওয়ামী লীগ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তারা গাজীপুরে আমাদের সহযোদ্ধা কাশেমকে হত্যা করেছে। আর কত রক্ত ঝরলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কাশেম হত্যার সুষ্ঠু বিচার করবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status