বাংলারজমিন
কেশবপুরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
কেশবপুর (যশার) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবারবিএনপি নতা কর্মিদর ওপর হামলার প্রতিবাদ স্থানীয় চিংড়া বাজার বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা করছ দলটি। বহস্পতিবার বিকল চিংড়া বাজারর তিন রাস্তার মাড় নামক¯ান প্রতিবাদ সভায় সভাপতিত্ব করন ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হাসন। এসময় বক্তব্য রাখন, উপজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, ৪নং বিদ্যানদকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মকবুল হাসন মুকুল, বিএনপি নতা আকরাম আলি ও সিরাজুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভা শষ একটি বিক্ষাভ মিছিল চিংড়া বাজার প্রদক্ষীন কর। গত বুধবার ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ তালা দওয়ার ঘটনাক কদ্র কর, চয়ারম্যান মাস্তাফিজুল ইসলাম মুক্ত ও বিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতা কাজী মাজাহিদুল ইসলাম পানার নর্তত্ব আ.লীগর নেতাকর্মীরা স্থানীয় বিএনপি নতা কর্মিদর ওপর হামলার প্রতিবাদ ওই বিক্ষাভ সমাবশ অনুষ্ঠিত হয়। ওই হামলায় বিএনপি নতা আকরাম হাসনসহ প্রায় ২০ জন আহত হয়।