দেশ বিদেশ
কেপিআর আর্ট প্রদর্শনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
কেপিআর আর্ট প্রদর্শনী পুরস্কার গ্রহণ করছেন দেওয়ান ফাতিমাতুজ জাহারা -নিজস্ব ছবি
ক্ষুদে প্রতিভার রাজ্যে (কেপিআর) আর্ট প্রদর্শনী-২০২৫ পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে ঢাকাস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দেশীয় এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এবারের অনুষ্ঠানে- মানবজমিন পত্রিকার সিনিয়র সাব-এডিটর তানিয়া মমিন খান ও দেওয়ান শফিকুল ইসলামের মেয়ে দেওয়ান ফাতিমাতুজ জাহারা দেশীয় ক্যাটাগরিতে ’বেস্ট আর্টিস্ট’- পুরস্কার লাভ করে। ফাতিমা রাজধানীর হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের এ অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট দেয়া হয়। প্রথমে ভারতে প্রদর্শিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট দেয়া হয়। দ্বিতীয় ধাপে নেপালে প্রদর্শিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং সর্বশেষ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিদা আক্তার স্বপ্না। এছাড়াও আনোয়ারা-মান্নাফ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক এবং পুরস্কার বিজয়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. ইমরান খান।