ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো জায়গা নেই’

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারmzamin

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল। এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় আগামীর বাংলাদেশে এমনই ফ্যাসিস্ট তৈরি হবে। খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজেই আমরা বারবার ছাত্র-জনতার রক্তে, শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই, এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক। গতকাল বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
নূর বলেন, যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথবাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ, র‌্যাব আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র-জনতা নাগরিক যৌথভাবে কাজ করবে। তবে নিরীহ একটা মানুষের সঙ্গে অন্যায় করবেন না। কারও বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া, কারও বিল্ডিং ভেঙে দেয়াকে আমরা সমর্থন করি না। 
উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও কিশোরগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন লিটন প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status