বাংলারজমিন
রংপুরে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবাররংপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার আঘাতে চাচা শহিদুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ দেওয়ানীপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি আল এমরান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শহিদুল ইসলামের সঙ্গে ভাতিজা আদনান ও আদিবের বিরোধ চলে আসছিল। সকালে জমি নিয়ে শহিদুলের সঙ্গে ভাতিজাদের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ভাতিজারা ধারালো অস্ত্র দিয়ে চাচাকে আঘাত করলে ঘটনাস্থলে শহিদুল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, শহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।