বাংলারজমিন
ধর্মপাশায় কৃষক দলের সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাজারে এ সমাবেশ হয়। উপজেলা কৃষক দলের সদর ইউনিয়নের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়ক, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুল হক।
সমাবেশে ধর্মপাশা উপজেলা শাখার কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ধর্মপাশা উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোহনগঞ্জ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন- ধর্মপাশা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ডা. নুরুল আমীন, সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন মন্টু, জেলা বিএনপি’র সাবেক সদস্য প্রফেসর হারুন অর রশীদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য জুলফিকার আলী ভুট্টু, ধর্মপাশা উপজেলা যুবদল আহ্বায়ক শওকত আলী ব্যাপারী প্রমুখ।