ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিরাজগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

সিরাজগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরওয়ারসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে জেলার শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানসহ আরও অনেকে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে স্থানীয়রা জানান, শাহজাদপুর বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রবেশ করার সময় জেলা বিএনপি’র উপদেষ্টা ডা. এম এ মুহিত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ারের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। আহত গোলাম সরওয়ার বলেন, ঢাকা থেকে এসে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কবর জিয়ারত করি। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে আসলে এম এ মুহিতের সমর্থকরা আমাদের ওপর হামলা করেন। এতে আমিসহ আমাদের প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন। অপরদিকে জেলা বিএনপি’র উপদেষ্টা ও জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কার্যালয়ে প্রবেশ নিয়ে নিজ দলের মধ্যে এমন হামলা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status