অনলাইন
গাজীপুরসহ সারা দেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

গাজীপুরসহ সারা দেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উল্লেখ্য, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
পাঠকের মতামত
রিমান্ডে তারেক রহমানের মত একজনের মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েছিল। রিমান্ড শেষে অনেককে হুইল চেয়ারে অনেককেই আদালতে আনতে দেখেছি। এখন রিমান্ডে থাকা আসামীরা হেসে হেসে আদালতে ঘুরে বেড়ায়। এর ফলাফল এই ধৃষ্টতা।
Real zero tolerance policy must be adopted in terms of law & order situation of the country.
শয়তান খোঁজার অভিযান
সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে সকল এক্টিভ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। যারা ঘোষণা দিয়ে অতীত দলীয় কৃতকর্মের ক্ষমা না চাইবে, তাদের সকলকেই গ্রেফতার করা হোক।
যারা বলে- আমাদের স্পষ্ট কথা, যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। এদের দ্রুত গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হোক।
হামলা কারীর কোন ক্ষমা নাই। এদের ক্ষমা করলে আবার হামলা করবে।
আওয়ামিলীগের যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে তারা এখন সন্ত্রাসীকাজে ব্যবহার করছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।
যারা বলে- আমাদের স্পষ্ট কথা, যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। এদের দ্রুত গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হোক।
যারা ভাংচুর ও লুটপাট করতে গিয়েছিলো তারা কি সন্ত্রাসী নয়। এদেরকে আগে প্রতিরোধ করুন, যদি দেশটিকে রক্ষা করার ইচ্ছা থাকে। যদিও আপনাদের এদের উপর ভরসা করে ক্ষমতায় থাকার ইচ্ছাটাই বেশি মনে হয়।