ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যখন টানাপোড়েন চলছে ঠিক তখনই পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে লাগানো পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো দেখা গেলো। আর তা নিয়েই চারিদিকে শোরগোল পড়ে গেছে।  জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুরে রাজ্য সরকারি হাসপাতালে টাঙানো পোস্টারে দেখা গেছে বাংলাদেশ সরকারের লোগো। এই ঘটনা জানাজানি হতেই হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হয় সেই পোস্টার।
শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবে দেখা যায় একটি পোস্টার। তাতে কম ওজনের সদ্যোজাতদের কী করে যত্ন করতে হবে তার নির্দেশিকা রয়েছে। সেই পোস্টারের ওপরে জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। সাংবাদিকদের প্রশ্নের মুখে হাসপাতালের সুপার বলেন, ওই পোস্টার হাসপাতালের তরফে টাঙানো হয়নি। বহিরাগত কেউ চক্রান্ত করে পোস্টার টাঙিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে। কে বা কারা পোস্টার টাঙালো তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
তবে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি একটি অনিচ্ছাকৃত ভুল। হাসপাতালের কোনও চিকিৎসক ক্যাঙারু মাদার কেয়ার সংক্রান্ত পোস্টারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ঝুলিয়ে দেন রোগীদের সুবিধার্থে। কিন্তু সেই পোস্টারের ওপরে যে বাংলাদেশ সরকারের লোগো রয়েছে তা খেয়াল করেননি তিনি।

পাঠকের মতামত

এ ইস্যুতে বিজেপি কিছুদিন রাজনীতির মাঠ গরম রাখবে ।আর অবধারিতভাবেই বাংলাদেশ যে পশ্চিম বঙ্গের দখল নিতে দেরী করবে না তার উদ্ভট, কাল্পনিক ও মিথ্যা প্রচারণায় বরাবরের মতো এবারও মুখর হয়ে উঠবে।

আলী মাহমুদ
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৮:০৫ অপরাহ্ন

নকল করতে গিয়ে ধরা!

মোহাম্মদ হারুন আল রশ
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:৩০ অপরাহ্ন

West Bengal can become part of Bangladesh.

Masud Khan
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:২৯ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status