ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

পরিবারের জিম্মায় ছাড়া পেলেন শাওন-সাবা

স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবারmzamin

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছাড়া পেলেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবা। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দু’জনকে বৃহস্পতিবার রাতে আটক করে এনে জিজ্ঞাসাবাদ করে ডিবি। জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন বিষয়ে জানার পর নিজ নিজ পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, শাওন ও সাবার বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। শুধুমাত্র রাষ্ট্রবিরোধী অভিযোগ ওঠার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়। তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হয়। সবকিছু বিবেচনায় এনে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। বিকাল ৫টার দিকে শাওন ও সাবার পরিবারের সদস্যরা ডিবিতে আসেন। পরে পরিবারের সদস্যদের জিম্মায় দু’জনকে ছেড়ে দেয়া হয়। 

গত ১৫ই জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চ্যুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম ওঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ডিবি। শাওনকে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। দেশ জুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেয়ার মধ্যে একইদিন সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেয়া হয়। এর কিছুক্ষণ পরই তার গ্রেপ্তার হওয়ার খবর আসে। এরপর বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শাওন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। অভিনেত্রী সোহানা সাবাও ডিবির নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status