ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘মানুষ প্রতিদিন খাবারের সঙ্গে ২০০ এমএল বিষ খাচ্ছে’

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবারmzamin

নেত্রকোনার বারহাট্টায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল ব্লকের কদম দেউলি গ্রামে নান্নু মিয়ার বাড়ির পাশে খোলা মাঠে এ সভা হয়। সভার সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজ। এ সময় মানুষ প্রতিদিন খাবারের সঙ্গে ২০০ এমএল বিষ খাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জাকির হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্পা দত্ত, স্বল্প দশাল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহবুব হোসেন মনিরসহ অন্য সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ২৫০ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

ড. সালমা লাইজু বলেন, জমিতে ক্ষতিকর কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহারের কারণে বর্তমানে বাংলাদেশের মানুষ প্রতিদিন ২০০ এমএল বিষ খেতে হচ্ছে। অথচ পোকামাকড় মারার জন্য কৃষকরা জমিতে ব্যবহার করছেন এই কীটনাশকের বিষ। কিন্তু সেই বিষ খাবারের সঙ্গে মানুষের শরীরে চলে যাচ্ছে। কৃষকরা যদি সচেতন না হন তাহলে দিনের পর দিন আরও বিপদ হবে। তাই ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। জৈব সার ব্যবহার বৃদ্ধি করে উন্নত ফসল উৎপাদন ও সুস্থ জীবনের দিকে যাওয়ার আহ্বান করেন তিনি। এ সময় ক্ষতিকর পোকামাকড় নিধনের জন্য সকল কৃষকের বাড়িতে নিম গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

পাঠকের মতামত

গ্রামে বসবাসকারীরাই বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ।

Monir
১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

great failure of concerned dpt.

jhunu
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১২:১৪ অপরাহ্ন

অমরত্ব আর পাইলাম কই?

কমু না
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৪:১৩ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status