প্রথম পাতা
সংস্কার
মধ্য ফেব্রুয়ারিতে দলগুলোর সঙ্গে সংলাপ
স্টাফ রিপোর্টার
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার৮ই ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, ৮ই ফেব্রুয়ারি একইদিন ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা মিলিত হয়ে সর্বসম্মতিক্রমে আশু করণীয়, মধ্য করণীয় ও নির্বাচনের পরে করণীয় সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা ও সংস্কার কমিশনের রিপোর্ট সকল রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পৌঁছে দেয়া হবে এদিনই। এরপর সকল রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আলোচনা ও সমঝোতা করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কমিশনের প্রথম বৈঠক হবে। সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই তারিখ ঠিক করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সকল রাজনৈতিক দল ও আন্দোলনের পক্ষের শক্তি, সংস্কার কমিশনের প্রধানরা থাকবেন। সম্ভব হলে এই আলোচনা রমজানের মধ্যেও চালিয়ে নেয়া হবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংস্কারের প্রধান হিসেবে নয়। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন ড. আলী রিয়াজ। সংবিধানের পুনর্লিখনের বিষয়ে কোনো কথা হয়নি। রাজনৈতিক দলগুলো চাইলে সংবিধানে সংযোজনের জন্য আইন পাস করা যেতে পারে সংবিধান সংস্কারের অংশ হিসেবে। গণপরিষদ ও সংসদ নির্বাচন যদি একইসঙ্গে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে বা সাংবিধানিক সভার মাধ্যমে হতে পারে। কী পদ্ধতিতে করা হবে তা রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতেই করা হবে।
এ সময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উপ প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশের সংখ্যাগরিষ্ঠ তৌহিদি জনতা কখনো মেনে নিবে না।