ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৬ অপরাহ্ন

mzamin

সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। এসময় তিনি যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া উচিত হবে না।
প্রধান উপদেষ্টা বলেন, যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে। আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদরদপ্তর স্থাপন করতে হবে, যেটি পুলিশ ও সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। আমাদের সতর্ক থাকতে হবে। সবার উচিত এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করা।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।
 

পাঠকের মতামত

"একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদরদপ্তর স্থাপন করতে হবে, যেটি পুলিশ ও সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে।" This is a very good idea. Lets implement it as soon as possible.

Mazhar
৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

একটি সেন্ট্রাল online monitoring cell তৈরী করা দরকার,যাতে করে কোথাও যেকোন সময় কোন অনলাইন /অফলাইনে মামলা হলে তা সংগে সংগে মনিটরিং করা যাবে।বাসা থেকে কাউকে গ্রেফতার করা হলে সংগে সংগে Online এ এন্ট্রি দিতে হবে এবং Centrally গ্রেফতারের কারন,মামলার ধরন ইত্যাদি রিভিউ করা যাবে।যাতে করে শারীরিক নির্যাতন করলে সংগে সংগে অবগত হয়ে রিভিউ করতে হবে।

MD ABUL MONSUR KHAN
৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৭:৫৭ অপরাহ্ন

আমি‌ ৫ আগস্টের ৫ পর সিলেট কোতোয়ালি থানায় ৪ অভিযোগ করেছি, ৫ মাস অতিক্রম হলেও কোন‌ প্রতিকার পাইনি।

Professor Nazim uddi
৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৭:২৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status